কমলগঞ্জ (পুসাক)-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন
সভাপতি নিয়াজ, সাধারণ সম্পাদক ঝলক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:২২ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ৭:২৫ পিএম

শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে গতি আনতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব কমলগঞ্জ (পুসাক)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি ঘোষিত এই নবগঠিত কমিটিতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নিয়াজ রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহদাদ খান ঝলক।

সংগঠন সূত্রে জানা যায়, ‘পুসাক’ একটি সম্পূর্ণরূপে স্বেচ্ছামূলক, সমাজকল্যাণমূলক ও শিক্ষা উন্নয়নমুখী সংগঠন, যার লক্ষ্য কমলগঞ্জের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে মানবিক সমাজ গঠন। এই সংগঠনটি শিক্ষা উন্নয়ন, স্বেচ্ছাসেবা, দারিদ্র্য দূরীকরণ, সামাজিক সচেতনতা এবং নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

নবগঠিত কমিটি ঘোষণা উপলক্ষে সভাপতি নিয়াজ রহমান বলেন, “পুসাক একটি অরাজনৈতিক, মানবিক ও শিক্ষাবান্ধব সংগঠন। শিক্ষার মানোন্নয়ন, সমাজসেবা ও সচেতনতা বৃদ্ধিতেই আমাদের মূল লক্ষ্য। আমি সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানাই পুসাকের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে একটি উন্নত কমলগঞ্জ গড়ে তুলতে আমাদের সঙ্গে অংশীদার হোন।”

সাধারণ সম্পাদক শাহদাদ খান ঝলক বলেন, “পুসাক শুধু একটি সংগঠন নয়, এটি কমলগঞ্জের আদর্শবাদী ও প্রত্যয়ী তরুণ প্রজন্মের পরিবার। ঐক্য ও জ্ঞানের শক্তিতেই পরিবর্তনের সূচনা হয়। আমরা চাই, প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী এক ছাতার নিচে এসে সমাজে পরিবর্তনের অগ্রদূত হোক।

সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসি মৌরিন বলেন, পুসাক মানুষের কল্যাণে কাজ করা একদল তরুণের পরিবার। আমরা তরুণ প্রজন্ম যদি মানবিক দায়িত্ববোধে এক হই, তবে সমাজের যেকোনো পরিবর্তন সম্ভব। বিশেষ করে নারী শিক্ষা, সমতা ও মানবিকতার আলো ছড়িয়ে দিতে পুসাক কাজ করে যাবে।”

ঘোষিত কমিটি
 
সভাপতি: নিয়াজ রহমান, সাধারণ সম্পাদক: শাহদাদ খান ঝলক, সিনিয়র সহ-সভাপতি: মো. ইব্রাহীম আলী (চবি), সহ-সভাপতি: তৈয়ব আলী (শাবিপ্রবি), জীবন শর্মা (শসৈনএমসি), তাসরিনা হোসেন ঊর্মী (চুয়েট) যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ আজমাইন ফায়েক রাহমান (এমবিএসটিইউ), ফাহমিদা নাসরিন (ঢাবি), অন্ময় দত্ত (কুয়েট), মো. সাইফুল ইসলাম (এসইসি), সৈকত কুমার কানু (জাবি) সাংগঠনিক সম্পাদক: সারোওয়ার হোসেন (এসওএমসি), সহ-সাংগঠনিক সম্পাদক: রফিকুল হাসান (পিকেএমসি), বীরজিৎ রাজকুমার (সিকৃবি), মো. বখতিয়ার হোসাইন (এসওএমসি), সোহানুর রহমান (বিইউপি), দপ্তর সম্পাদক: মাহবুব আহমেদ তরফদার (শাবিপ্রবি), উপ-দপ্তর সম্পাদক: তাহমিদুল হক (নোবিপ্রবি), অর্থ সম্পাদক: দেলোয়ার হোসেন ফারহান (নোবিপ্রবি), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: জান্নাতুল ফেরদৌসি মৌরিন (বিইউপি), প্রচার সম্পাদক: উদয় দেবনাথ (চবি), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: হৃদি সিনহা (এসওএমসি), ক্রীড়া সম্পাদক: মো. মিনহাজ রহমান (যবিপ্রবি), নারী বিষয়ক সম্পাদক: সৈয়দা নাজিফা আক্তার নিঝুম (সিকৃবি), সংস্কৃতি বিষয়ক সম্পাদক: রিফকাত ইসলাম (সিকৃবি), কার্যকরী সদস্য: জারিন মোশাররাত ইভা (বুয়েট), দেবায় প্রীতম (পাবিপ্রবি), দেবোপ্রিয়া দেবনাথ দিবা (নোবিপ্রবি), সুমিত দেব রায় (কুয়েট), রঞ্জন সিংহ (জাবি)।

নবগঠিত এই কমিটি আগামী এক বছর শিক্ষিত, সচেতন ও মানবিক কমলগঞ্জ গঠনের লক্ষ্যে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   মৌলভীবাজার   পুসাক   কমিটি গঠন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft