মেঘনায় কোস্ট গার্ড ও মৎস্য কর্মকর্তার ওপর হামলা
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১:০৩ পিএম

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর মা ইলিশ সংরক্ষণ অভিযানে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সদস্যদের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মেঘনা নদীর আলীগঞ্জ অংশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।  

জানা যায়, উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এদিকে হামলার সঙ্গে জড়িত ৭ জন জেলেকে আটক করে তাদের মধ্যে ৫ জনকে ৬ মাসের কারাদণ্ডাদেশ এবং ২ জনকে অর্থদণ্ড করা হয়। 

মঙ্গলবার রাতে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদারের ভ্রাম্যমাণ আদালতে এ কারাদণ্ড দেন।

কারাদণ্ডাদেশপ্রাপ্ত জেলেরা হলেন জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ হোসেন, সাদ্দাম, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন। তারা সকলেই মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া এলাকার বাসিন্দা।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, ‘অবৈধ জাল দিয়ে মা ইলিশ শিকারের সময় মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় আমাদের অভিযানিক দলের ওপর ধারালো দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান জেলেরা। এসময় হামলায় অভিযানে ব্যবহৃত স্পীডবোর্ড ক্ষতিগ্রস্থসহ সিনিয়র মৎস্য অফিসার ও কোষ্টগার্ডের ৪ জন সদস্য আহত হন।’

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী হিজলা উপজেলার আওতায় মেঘনা নদী ফাঁকা পেয়ে একদল জেলে জাল ফেলে মাছ শিকার করতে থাকেন। খবর পেয়ে মৎস্য অফিসারের নেতৃত্বে অভিযানিক দল ঘটনাস্থলে আসামাত্র তাদের ওপর হামলা চালান জেলেরা। দেশীয় অস্ত্র নিয়ে ২-৩টি ট্রলার নিয়ে ২৫-৩০ জন সশস্ত্র জেলে হামলা শুরু করেন এবং অভিযানিক দলের স্পিডবোর্ডের তলা ছিদ্র করে তলিয়ে দেন। স্পিডবোর্ড তলিয়ে যাওয়ায় মৎস্য অফিসারসহ কোষ্টগার্ড সদস্যরা সাঁতরে তীরে আসেন। এসময় তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে এলাকাবাসীর সহায়তায় তারা নিরাপদে ফিরে আসেন বলে মেঘনা তীরবর্তী বাসিন্দারা জানান।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে গত ৪ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য নদী ও সমুদ্রে মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

জ/দি
বাকেরগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের ‘মনগড়া’ বিদ্যুৎ বিলে বিক্ষোভ

বাকেরগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের ‘মনগড়া’ বিদ্যুৎ বিলে বিক্ষোভ

বরিশালের বাকেরগঞ্জে পল্লী বিদ্যুৎ-১ জোনাল অফিসের ভুতুরে বিল নিয়ে বিপাকে পড়েছেন বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
 পিরোজপুরে জেলা বিএনপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পিরোজপুরে জেলা বিএনপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে
বিএনপির ওপর হামলাকারী আ.লীগ নেতা গ্রেপ্তার

বিএনপির ওপর হামলাকারী আ.লীগ নেতা গ্রেপ্তার

দশমিনা উপজেলায় বিএনপির ওপর হামলায় অপারেশন ডেভিল হান্টে আলহাজ্ব মোঃ শাহ আলম হাওলাদার নামে এক
কলকাতায় বসেও বরিশালের ইলিশ ব্যবসা নিয়ন্ত্রণে আ.লীগ নেতার

কলকাতায় বসেও বরিশালের ইলিশ ব্যবসা নিয়ন্ত্রণে আ.লীগ নেতার

কলকাতায় বসেই বরিশালের ইলিশ মোকামের ব্যবসা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা নিরব হোসেন টুটুল। তার নামে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft