প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৯ পিএম

দশমিনা উপজেলায় বিএনপির ওপর হামলায় অপারেশন ডেভিল হান্টে আলহাজ্ব মোঃ শাহ আলম হাওলাদার নামে এক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে দশমিনা থানা পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার ৩নং বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শাহ আলম হাওলাদার ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীর মৃত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে। তিনি ওই ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি ও বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব রয়েছেন।থানা সূত্রে জানা যায়,২০২২ সালের ৬ মার্চ ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালায়, এতে বহু নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় গতো বছরের ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে সাবেক এমপিসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দশমিনা থানায় একটি মামলা দায়ের করেন।পরে রবিবার রাতে দশমিনা থানার পুলিশের একটি দল অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচলন কের মামলার অজ্ঞাতনামা আসামি বেতগী সানকিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ শাহ আলম হাওলাদারকে বেতাগী বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান,গতো কাল রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে বেতাগী সানকিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ শাহ আলম হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জ/জা