মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১:০৮ পিএম

ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা মিরাজুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লিয়াকত শেখকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। ‎‎গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে এদিন দুপুরে ঢাকার ধামরাইয়ের চরডাউটিয়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি অভিযানিক দল। 

‎‎র্যাবের সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৪ আগস্ট ঝিনাদহের ডাকবাংলো পুলিশ ক্যাম্পে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলামকে হত্যার অভিযোগে ঝিনাইদহ থানায় মামলা হয়। ওই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন লিয়াকত শেখ। চলতি বছর ৭ জুলাই ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজের প্রথম আদালতের বিচারক লিয়াকতসহ ৫ জন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। ওই মামলায় লিয়াকত দীর্ঘদিন পলাতক ছিলেন। এছাড়া আসামি লিয়াকতের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ আরও ৬টি মামলা রয়েছে। তিনি রাজবাড়ী জেলা সদর উপজেলার নিমতলা এলাকার রহমত শেখের ছেলে এবং দীর্ঘদিন ধরে ঢাকার চরডাউটিয়া এলাকায় ছদ্মনাম রাজু আহমেদ পরিচয়ে ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিলেন।

‎‎সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ২০১১ সালের ২৪ আগস্ট সকালে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পূর্ব পাশের একটি ডোবা থেকে পুলিশের উপপরিদর্শক মিরাজুলের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা তার কাছে থাকা অস্ত্র, গুলি, মোটরসাইকেল ও অন্যান্য সরকারি মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নির্মমভাবে হত্যা করেছিল।

‎এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলে তাদের স্বীকারোক্তিতে লিয়াকত শেখের নাম উঠে আসে। লিয়াকতকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জ/উ
পাংশায় ওয়ান শুটারগানসহ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

পাংশায় ওয়ান শুটারগানসহ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

রাজবাড়ী পাংশার কশবামাজাইলে যৌথবাহিনীর এক সফল অভিযানে একটি ওয়ান শুটারগাম্ন সহ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার
টঙ্গীতে এমব্রয়ডারি কারখানায় আগুন

টঙ্গীতে এমব্রয়ডারি কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি এমব্রয়ডারি কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা
টুঙ্গিপাড়ায় মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা চেষ্টা

টুঙ্গিপাড়ায় মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা চেষ্টা

জেলার টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী সন্তানকে বর্ণি বাওড়ে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft