কলকাতায় বসেও বরিশালের ইলিশ ব্যবসা নিয়ন্ত্রণে আ.লীগ নেতার
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২২ পিএম

কলকাতায় বসেই বরিশালের ইলিশ মোকামের ব্যবসা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা নিরব হোসেন টুটুল। তার নামে ইলিশ রপ্তানির জন্য সরকারের অনুমতি পাওয়া চারটি লাইসেন্সের মাধ্যমে ইতোমধ্যে ভারতীয় বাজারে পৌঁছেছে প্রায় ২ হাজার কেজি ইলিশ।

বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের আড়ত মালিক হিসাবে টুটুলের ব্যবসা চলার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার।

তিনি জানান, মোকামের নিয়ম অনুযায়ী টুটুলের ব্যবসা চলছে। ২০১৯ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু করেন টুটুল। এ বছর সরকার কর্তৃক অনুমোদিত ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে চারটি লাইসেন্স রয়েছে তার।

এগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ এবং এআর এন্টারপ্রাইজ। টুটুলের প্রতিষ্ঠান তানিসা এন্টারপ্রাইজ ইতোমধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১,৩৬০ কেজি ইলিশ রপ্তানি করেছে। বরিশালের ইলিশ বাজার এখনও টুটুলের প্রভাবাধীন এবং তার লোকজন মোকাম থেকে মাছ সংগ্রহ করছেন।

কয়েকজন আড়তদার বলেন, ‘বর্তমানে যারা মোকাম নিয়ন্ত্রণ করছেন তারাই মূলত টুটুলের ব্যবসা টিকিয়ে রেখেছেন। রপ্তানি ব্যবসাও চলছে তাদের সহযোগিতায়।’

এ বিষয়ে কথা বলার জন্য কলকাতায় অবস্থানরত নিরব হোসেন টুটুলের ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।

মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, এই মোকাম তো আমার একার নয়। এখানে বিএনপি-আওয়ামী লীগসহ সব দল আছে। আমি চাইলেই তো কারও ব্যবসা বন্ধ করতে পারি না। টুটুল নেই, কিন্তু তার লোকজন ব্যবসা চালাচ্ছে। এখানে আমার কি করার আছে? তাছাড়া ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে তো সরকার। আমি বাধা দেওয়ার কে!

দৈনিক যুগান্তরে শনিবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জ/উ
ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, চাঁদার টাকাসহ দুই যুবক গ্রেপ্তার

ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, চাঁদার টাকাসহ দুই যুবক গ্রেপ্তার

ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে ভোলা সদর
বাউফলে পুলিশের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

বাউফলে পুলিশের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে ভিডিও করার অপরাধে মো. হামিম (১০) নামের এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে বাউফল
ভরা মৌসুমেও ইলিশের দাম আকাশচুম্বী

ভরা মৌসুমেও ইলিশের দাম আকাশচুম্বী

বর্ষার ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না পটুয়াখালীর পায়রা নদীতে। এতে হতাশায় দিন কাটছে এ অঞ্চলের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft