অবৈধ অনুপ্রবেশের দায়ে শার্শা সীমান্তে ৫ নারী-পুরুষ আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৬ এএম আপডেট: ১১.০৯.২০২৫ ৩:৫৯ এএম

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে তিনজন নারী ও দুই পুরুষ।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের ১৭/৭ এস এর ২২ আর পিলারের কাছ থেকে তাদেরকে আটক করা হয়।

অবৈধ অনুপ্রবেশের দায়ে শার্শা সীমান্তে ৫ নারী-পুরুষ আটক

আটককৃতরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত ঝড়ু বিশ্বাসের ছেলে মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আলতি বুরুজবাড়িয়া গ্রামের এলামুল শেখের ছেলে আকাশ হোসেন (২৩), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মত্তগ্রামের জালাল মোল্লার মেয়ে সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকার মিরপুর এলাকার পশ্চিম সেনপাড়ার হুমায়ুন তালুকদারের মেয়ে রোজিনা খানম (২৮) ও যশোরের শার্শা উপজেলার ভবারবেড় গ্রামের তোতা মিয়ার মেয়ে সুফিয়া বেগম রিনা (৪৬)।

শিবালয় থানা ওসি বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন কায়বা সীমান্ত দিয়ে নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে। এমন সংবাদে কায়বা বিওপি বিজিবির একটি দল ওই সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় ৫ জন নারী-পুরুষ অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় তাদেরকে আটক করা হয়। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   যশোর   সীমান্তে অবৈধ প্রবেশ   আটক   বিজিবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft