আজ থেকে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ১:০৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র আজ রোববার (২৪ আগস্ট) থেকে বিতরণ শুরু। নির্ধারিত নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র নিতে লাগবে পাঁচশত টাকা এবং হল সংসদের জন্য চারশত টাকা।

দুই দফা তফসিল পরিবর্তন এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পাওয়ার কারণে নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও মনোনয়নপত্র বিতরণ যথাসময়ে শুরু হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী আজ থেকেই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। 

প্রভোস্টদের ইতোমধ্যেই জানানো হয়েছে এবং প্রতিটি হলে দুইজন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রধান নির্বাচন কমিশনার না থাকলেও নির্বাচন কার্যক্রম চালু রয়েছে এবং মনোনয়নপত্র বিতরণের সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

রাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, রাকসু নির্বাচন থেমে থাকবে না। মনোনয়নপত্র নির্ধারিত সময়েই দেওয়া হবে এবং কমিশনের অভিজ্ঞ কর্মকর্তারা বিষয়টি দেখছেন।

রাকসু অফিস সূত্রে জানা গেছে, ছাত্র প্রতিনিধি (রাকসু ও সিনেট) নির্বাচনের মনোনয়নপত্রের জন্য পাঁচশত টাকা এবং হল সংসদের মনোনয়নের জন্য চারশত টাকা অগ্রণী ব্যাংক রাবি শাখার নির্দিষ্ট হিসাব নম্বরে জমা দিতে হবে।

উল্লেখ্য, রাকসু ও সিনেট নির্বাচনের মনোনয়নপত্র প্রধান রিটার্নিং অফিসারের কার্যালয় (কোষাধ্যক্ষ দপ্তর) থেকে এবং হল সংসদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।

জ/উ
২০২৬ সালের মে-জুনে হবে এইচএসসি পরীক্ষা

২০২৬ সালের মে-জুনে হবে এইচএসসি পরীক্ষা

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সম্পূর্ণ পূর্ণাঙ্গ পাঠ্যসূচি, পূর্ণ সময় এবং পূর্ণ নম্বর
জিপিএ-৫ পেয়েও প্রথমবার কলেজ পাননি পৌনে ৬ হাজার শিক্ষার্থী

জিপিএ-৫ পেয়েও প্রথমবার কলেজ পাননি পৌনে ৬ হাজার শিক্ষার্থী

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে আবেদন করেও কোনো
মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ঢাবি

মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ঢাবি

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের অধিকার সংরক্ষণের জন্য সাত দফা দাবি জানিয়েছে। সেই দাবিগুলোতে দ্বিমত পোষণ করে
যোগ্য প্রার্থী সংকটে শূন্যই থাকল ৫৮ হাজার শিক্ষক পদ

যোগ্য প্রার্থী সংকটে শূন্যই থাকল ৫৮ হাজার শিক্ষক পদ

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের সুপারিশ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজশাহী বিশ্ববিদ্যালয়   ছাত্র সংসদ   মনোনয়নপত্র   নির্বাচন কমিশন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft