যুদ্ধ সক্ষমতা ও বিশেষ প্রযুক্তি দেখাল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ১:০৩ পিএম

উত্তর কোরিয়া দুটি নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সরাসরি এই পরীক্ষাটি পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ।

শনিবার চালানো এই পরীক্ষায় উন্নত ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধ সক্ষমতা এবং বিশেষ প্রযুক্তি প্রদর্শন করেছে বলে কেসিএনএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কোথায় পরীক্ষা হয়েছে বা প্রযুক্তিগত বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ‘বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত উপযোগী।’

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রগুলো আকাশে উড়ে যাচ্ছে। আরেকটি ছবিতে কিম জং উনকে সামরিক কর্মকর্তাদের ব্রিফিং শুনতে দেখা যায়, টেবিলের পাশে রাখা ছিল একটি দুরবিন। কেসিএনএ জানিয়েছে, কিম প্রতিরক্ষা বিজ্ঞান খাতকে আগামী দলীয় বৈঠকের আগে একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, গত সপ্তাহে সীমান্ত অতিক্রম করা কয়েকজন উত্তর কোরীয় সেনাকে লক্ষ্য করে তারা সতর্কতামূলক গুলি চালিয়েছে। এ বিষয়ে উত্তর কোরিয়ার লেফটেন্যান্ট জেনারেল কো জং চোল বলেছেন, এটি ‘পরিকল্পিত ও ইচ্ছাকৃত উসকানি’, যা সীমান্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানায়, গত মঙ্গলবার প্রায় ৩০ জন উত্তর কোরীয় সেনা সীমান্ত অতিক্রম করেছিল বলে জানিয়েছে জাতিসংঘ কমান্ড।

জ/উ
মিশরে সমুদ্রতলে প্রাচীন শহরের খোঁজ

মিশরে সমুদ্রতলে প্রাচীন শহরের খোঁজ

মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলে সমুদ্রতলে চাপা পড়ে থাকা দুই হাজার বছরেরও বেশি সময়ের পুরোনো এক শহরের
রাশিয়াকে কড়া আল্টিমেটাম দিলেন ট্রাম্প

রাশিয়াকে কড়া আল্টিমেটাম দিলেন ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যদি শিগগিরই না থামে, তাহলে আগামী দু’সপ্তারেহ মধ্যে উচ্চমাত্রার শুল্ক কিংবা বড় আকারের
গাজায় দুর্ভিক্ষ শুরু, কড়া প্রতিক্রিয়া সৌদির

গাজায় দুর্ভিক্ষ শুরু, কড়া প্রতিক্রিয়া সৌদির

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা এবং
ইসরায়েলি হামলায় আরো ৬৫ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় আরো ৬৫ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। এর মধ্যে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  উত্তর কোরিয়া   প্রতিরক্ষা   কিম জং উন   পর্যবেক্ষণ   রাষ্ট্রীয় সংস্থা   প্রযুক্তি প্রদর্শন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft