বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 

টুঙ্গিপাড়ায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চর শ্রীরামকান্দি গ্রামের মিন্টু বিশ্বাস সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তিনি ও তার পরিবার হয়রানির শিকার হচ্ছেন। 

তিনি দাবি করেন, একই গ্রামের শফিক শিকদার ও তার সহযোগী হায়দার শেখ তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। মিন্টু বিশ্বাস জানান, গত রমজানে ঈদের আগে গিমাডাঙ্গা যুব উন্নয়নের সামনে তার চায়ের দোকানের পাশে হায়দার শেখ মাদকদ্রব্য রেখে পুলিশ দিয়ে তাকে হয়রানি করেন। 

এছাড়াও, তার বড় ভাই পল্টু বিশ্বাসের অটোরিকশায় মাদক রেখে একই ধরনের হয়রানি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি একজন ছোট্ট চায়ের দোকানদার কিছুদিন আগে শফিক সিকদার লোকের মাধ্যমে আমার দোকানটা চুরি করে আমাকে সর্বশান্ত করে। শফিক শিকদারের বাবা কাসেম আলী সিকদার আমাকে বলে তোর বাড়ির জায়গা ছেড়ে দে তোর আর কোন ঝামেলা থাকবে না। কোন মামলার শিকার হতে হবে না। মিন্টু বিশ্বাস বলেন শফিক শিকদার ও আমার সম্পর্ক আপন মামাতো ফুফাতো ভাই এবং আমি শফিক শিকদারের ছোট বোনকে বিবাহ করি।আমার তিনটি সন্তান রয়েছে। তারা চায় না আমি তার বোনের সঙ্গে সংসার করি।শফিক শিকদার আওয়ামী লীগের সময়ে ঢাকা মোহাম্মদপুরে এক সংসদ সদস্যের হাত ধরে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন, যার মধ্যে চাঁদাবাজি, লুটপাট ও খুনের মামলার আসামি হওয়ার অভিযোগ রয়েছে। মিন্টু বিশ্বাসের দাবি, শফিক শিকদার ও হায়দার শেখ যুবসমাজকে মাদকাসক্ত করে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন।

মিন্টু বিশ্বাসের পাশের দোকানদার মনির বিশ্বাস বলেন, "আমরা মিন্টু ভাইয়ের সাথে একসাথে দোকানদারি করি। তিনি নিরিবিলি একটা ভদ্র নিরহ ফ্যামিলির ছেলে। তাকে বিভিন্নভাবে হয়রানি শিকার হতে হচ্ছে শফিক এবং হায়দারের মাধ্যমে।"এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মিন্টু বিশ্বাস আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন জানিয়েছেন, তাকে নিরিবিলি বাঁচার অধিকার দেওয়া হোক এবং শফিক শিকদার ও হায়দার শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft