প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন

চট্টগ্রামে সিআরবির মালিপাড়া এলাকার বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রনে এসেছে। আগুনের লেলিহান শিখায় বস্তির ২০টি ঘর পুরোপুরি পুড়ে গেছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে নগরীর সিআরবির মালিপাড়া এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বেশিরভাগ ঘর কাঁচাপাকা ও ঘিঞ্জি হওয়ায় কোনো কিছু বুঝে উঠার আগেই আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। শুরুতে এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে, তার আগেই পুরে শেষ হয়ে গেছে অন্তত ২০ কাঁচা-পাকা ঘরের সবকিছু। সব হারিয়ে নিঃস্ব সাধারণ মানুষজন।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।