মঙ্গলবার ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
 

পাঁচবিবিতে গুলি করে হত্যাচেষ্টা, পিস্তলসহ আটক ১
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১:১৯ অপরাহ্ন

পাঁচবিবিতে দুর্বৃত্তদের রিভলবার দিয়ে গুলি বর্ষণ", গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে অল্পের জন্য বেঁচে গেল জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উদীয়মান তরুন নেতা শামীম হোসেন মন্ডল।

যুবদল নেতা হারুনুর রশিদ সজল ও একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৪ই এপ্রিল সোমবার রাতে ছাত্রনেতা শামীম পৌর শহরের সুপারমার্কেট সম্মুখে বসে ছিল। এ সময় দুটি মোটরসাইকেলে আসা ৪জন কিলার তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলে ছাত্রনেতা শামীম প্রাণে বেঁচে যায়। ঘটনার পর পালিয়ে যাবার সময় একটি পিস্তল, গুলি ও মোটরসাইকেল সহ ১জনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। 

জানা যায়, জনতার হাতে আটক কিলারের বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার কুষ্টপুর গ্রামে।সে শাহাদত মোল্লার পুত্র রুবেল(৩০)।

ছাত্র নেতাকে কেন কি জন্য কারা হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।

এ ব্যাপারে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম বলেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তির কাছ থেকে একটি রিভলবার, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft