শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
 

রায়পুরে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২:১৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ৪নং সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. ফারুক হোসেন। 

গতকাল সোমবার বিকালে রায়পুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার খরিদকৃত ও ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা চলছে।

ফারুক হোসেন জানান, তার মামা মিজানুর রহমান ভুলু পাটোয়ারীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এই বিরোধ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও ভুলু পাটোয়ারী প্রভাব খাটিয়ে জমি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, মামলার বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীগণ তার ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে ৪০টি সিম গাছ, ৪০টি সৌসিন্দা গাছ, ৩৫টি পেঁপে গাছসহ বিভিন্ন সবজি গাছ ও প্রায় ৭০০টি চারা গাছ নষ্ট করে দেন। এতে প্রায় ১,৮০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা তাকে হত্যা চেষ্টা করে ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, যার ফলে তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি জানান, জমিটির বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে এবং বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন সহমতভাজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

অভিযুক্ত মিজানুর রহমান ভুলু পাটোয়ারী ফোনে এ অভিযোগ অস্বীকার করে বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। জমি নিয়ে বিরোধ থাকলেও বিষয়টি আদালতে বিচারাধীন।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft