শনিবার ১০ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
 

ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১:৫৯ অপরাহ্ন

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। এসময় ট্রাকটি উলটে খাদে পড়ে যায়। 

গতকাল সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টার দিকে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাপ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাকচালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার বাসিন্দা হেলপার মো. হায়দার আলী (৩২)।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী তরমুজ বোঝাই একটি ট্রাক গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে গাছে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উলটে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, লাশ দুটি মধুখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবার-স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft