মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫ ২৫ চৈত্র ১৪৩১
 

ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী ভ্যানচালক উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৩:৩০ অপরাহ্ন

ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রযুক্তির সহায়তায় উদ্ধার হয়েছে নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী ভ্যানচালক লিটন (৩২)। তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার লক্ষীকুন্ডু গ্রামের মবারক আলীর ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল বিকাল ৩টার দিকে লিটন তার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় তার বড় ভাই আব্দুর রশিদ কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন।

পোস্টটি নজরে আসার পর প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে। পরদিন ৩ এপ্রিল একটি অপরিচিত ইমো নাম্বার থেকে ভুক্তভোগীর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরে ভুক্তভোগী পরিবার বিষয়টি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে জানালে, তারা প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হন যে, মুক্তিপণ দাবিকারী ব্যক্তি একজন প্রতারক এবং সে মিথ্যা তথ্য দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

সাইবার ইনভেস্টিগেশন সেলের এ এসআই ইখলাচুর জানান, অভিযোগের ভিত্তিতে সাইবার সেলের চৌকস টিম মাঠে নেমে  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও সাইবার পেট্রোলিং জোরদার করা হয়।

তিনি আরো বলেন, পেট্রোলিং চলাকালে "বিউটিফুল ঝিনাইদহ" নামক একটি ফেসবুক পেজ থেকে জানতে পারি প্রতিবন্ধী ভ্যানচালক লিটন হরিনাকুন্ডু থানার গাড়াবাড়িয়া গ্রামে ভ্যানসহ অবস্থান করছেন। তৎক্ষণাৎ নিখোঁজের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বড় ভাইয়ের জিম্মায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া বলেন, অভিযোগ পাওয়ার পর ঝিনাইদহ সাইবার সেলের চৌকস সদস্যরা দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটন করে ভুক্তভোগী বা শ্রবণ প্রতিবন্ধীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এ ঘটনায় প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft