শুক্রবার ৪ এপ্রিল ২০২৫ ২০ চৈত্র ১৪৩১
 

মুক্তির অনুমতি পেয়েছে ‘মাস্তুল’
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

ঈদুল ফিতরের আগেই দেশে মুক্তির অনুমতি পেল ‘আম কাঁঠালের ছুটি’ খ্যাত পরিচালক মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’। আজ মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘মাস্তুল’-এর ছাড়পত্র গ্রহণ করেন নূরুজ্জামান। 

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নির্মাতা।

তেলবাহী জাহাজের কর্মচারীদের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘মাস্তুল’। নিজের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করছেন ‘আম কাঁঠালের ছুটি’ খ্যাত পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এটি পেয়েছে ‘ইউ রেট’, এর মানে হলো যে কোনো বয়সী দর্শকের দেখার যোগ্য ‘মাস্তুল’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে নূরুজ্জামান বলেন, ‘আমার বেড়ে ওঠা নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। ছোট থেকেই জাহাজীদের জীবনের নানা কর্মকাণ্ড দেখে আসছি। খুব ইচ্ছে ছিল তাদের জীবনচিত্র ক্যামেরার ফ্রেমে বন্দি করার। ‘মাস্তুল’-এর মাধ্যমে সেই সুযোগ পেয়ে তা আর হাত ছাড়া করলাম না।’

‘মাস্তুল’-এর মুক্তি নিয়ে মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘আমরা গেল বছরেই ‘মাস্তুল’-এর সব কাজ সম্পন্ন করেছি। দেশের বাইরে হয়েছে এই সিনেমার সাউন্ড-এর কাজ। এবার যেহেতু মুক্তির আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেল, সামনে সুবিধাজনক একটি সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।’

‘মাস্তুল’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। তাকে দেখা যাবে জাহাজের বাবুর্চির চরিত্রে। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুকিত এবং শিশুশিল্পী আরিফ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft