শনিবার ৫ এপ্রিল ২০২৫ ২২ চৈত্র ১৪৩১
 

অপরাধী দলের মধ্যে সংঘর্ষে জোড়া হত্যাকাণ্ড, ছোট্ট সাজ্জাদ ও তার স্ত্রী মূল অভিযুক্ত।
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৫:২০ অপরাহ্ন

চট্টগ্রামের দুটি সন্ত্রাসী দলের মধ্যে দ্বন্দ্বের জেরে একটি জোড়া খুনের ঘটনা ঘটেছে। পুলিশের নথিভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং সারোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই শনিবার রাতে একটি প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি চালিয়ে দুজনকে হত্যা করা হয়। নিহতরা হলেন- প্রাইভেট কারের চালক মোহাম্মদ মানিক এবং যাত্রী আবদুল্লাহ। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান রবিউল ইসলাম নামে প্রাইভেট কারের আরেক যাত্রী।


এই জোড়া খুনের ঘটনায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়াও আরও পাঁচজনকে মামলার আসামি করা হয়েছে। তবে তাদের নাম এখনও জানা যায়নি।


মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, সাজ্জাদ এবং সারোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে সারোয়ারকে হত্যার উদ্দেশ্যে সাজ্জাদের লোকজন এই হামলা চালায়। তবে, ভুলবশত মানিক এবং আবদুল্লাহ নিহত হন।


মামলার তদন্তকারী কর্মকর্তা বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, সাজ্জাদ বর্তমানে অন্য একটি হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন। এই জোড়া খুনের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এদিকে, এই ঘটনার প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, সারোয়ার হোসেনের ডাকে তারা অক্সিজেন থেকে নতুন ব্রিজ বালুর টাল এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা হামলার শিকার হন। রবিউল আরও জানান, হামলাকারীদের চিনতে না পারলেও তাদের ধারণা সাজ্জাদের লোকজন এই হামলা চালিয়েছে।


উল্লেখ্য, সারোয়ার হোসেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১৬টি হত্যা, অস্ত্র এবং চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ সাজ্জাদকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার কারণে আকরাম নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে প্রাইভেট কারে গুলি করা হয়েছিল। আকরামের গাড়ির রং এবং নিহতদের গাড়ির রং একই ছিল। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার কারণে আকরামের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সাজ্জাদের স্ত্রী, হাসানসহ কয়েকজনকে আসামি করা হয়।


এছাড়াও, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাজ্জাদের নানি রেহেনা বেগমকে তার নাতির বিরোধিতাকারীদের হত্যার হুমকি দিতে দেখা যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft