প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখা। ইফতার মাহফিলে জেলায় কর্মরত সরকারি বেসরকারি টেলিভিশন, জাতীয় দৈনিক ও সংবাদ সংস্থার প্রতিনিধি ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মেহেদী হাসান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের আমির এ্যাডভোকেট ইসমাইল হোসেন, শিবিরের জেলা শাখার সভাপতি আরিফ হুসাইনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
শহর শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আজাদ, বিমল সাহা, এম রায়হান, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জোয়ার্দার, মাহমুদ হাসান টিপু, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা ঝিনাইদহ জেলা প্রতিনিধি শাজাহান নবীন, বার্তাবাজারের জেলা প্রতিনিধি নিরব আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা ২৪ এর জুলাই বিপ্লব ও গণমানুষের জন্য গণমাধ্যমের ভূমিকার ভুয়সী প্রশংসা করেন। পরে জুলাই বিপ্লবে শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা।