মঙ্গলবার ১ এপ্রিল ২০২৫ ১৮ চৈত্র ১৪৩১
 

মা হলেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন

মা হলেন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় মডেল ও অভিনেত্রী অ্যামি জ্যাকসন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সন্তানের ছবি শেয়ার করে সুখবর দেন এই সুন্দরী।

২৫ মার্চ রাতে অ্যামি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে ভক্তদের এই খুশির সংবাদ জানান। সেই পোস্টটিতে অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় পুত্র, এই পৃথিবীতে তোমাকে স্বাগতম।’ অভিনেত্রী তার ছেলের নাম রেখেছেন- অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক।

শেয়ারকৃত সাদাকালো সেই ছবিতে দেখা যায়, খোলা মাঠে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন অ্যামি এবং পাশে দাঁড়িয়ে আছেন স্বামী এড ওয়েস্টউইক। এদিকে পোস্টটি শেয়ার করার পরপরই ভক্তরা এই দম্পতিকে অভিনন্দন জানাতে শুরু করেন।

গত বছর ২৯ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক এড ওয়েস্টউইকের সঙ্গে বাগদান সারেন অ্যামি। এরপর ২০২৪ সালের ২৪ আগস্ট বিয়ে করেন এই জুটি। বিয়ের ২ মাস পেরোতেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গর্ভাবস্থার ঘোষণা দিয়েছিলেন এই অভিনেত্রী।

এর আগে জর্জ পানাইয়োতুর সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। এরপর বিয়ের আগেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি।

ভারতীয় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেই বেশি অভিনয় করেন অ্যামি। এছাড়া বলিউডেও দেখা গেছে তাকে। সবশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্র্যাক’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এই সিনেমায় অ্যামির পাশাপাশি অভিনয় করেছিলেন বিদ্যুৎ জামাল, অর্জুন রামপাল, নোরা ফাতেহির মতো অভিনয় শিল্পীরাও।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft