মঙ্গলবার ১ এপ্রিল ২০২৫ ১৮ চৈত্র ১৪৩১
 

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৮:১১ অপরাহ্ন

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নতুন কমিটি (২০২৫-২৬) গঠন করা হয়েছে। এতে বিএসএমএমইউ এর সাবেক অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি খন্দকার শফিকুল হাসান রতন সভাপতি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম মহাসচিব নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার ঢাকা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

এছাড়াও আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ মৃধা ইপসা, ১ নং সহ-সভাপতি ড. মোস্তফা কামাল পাশা বি এস এম এম ইউ ও ড. ওয়ালিদ হাসান পিকুল সহ-সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মুফতি আক্তারুজ্জামান গিয়াস বি এস এম এম ইউ, সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান সহ-সভাপতি শেকৃবি, মোঃ নজরুল ইসলাম সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম সহ-সভাপতি নির্বাচন করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ সাহেবুল ইসলাম খান রনিকে যুগ্ম মহাসচিব-১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাখাওয়াত হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন চিন করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি খন্দকার শফিকুল হাসান রতন বলেন আমরা সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদেরকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার মাধ্যমে অফিসারদের সকল প্রাপ্যতা আদায়ের জন্য সংগ্রাম করবো।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম বলেন আমরা ঈদের পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষা করবো এবং কর্মকর্তাদের দুটি আবগ্রেডেশেনের জায়গায় তিনটি ও অবসরের বয়সসীমা বাড়ানে বিষয় আলোচনা করবো।

ফ্যাসিবাদীদের বিরুদ্ধে দীর্ঘদিনের সংগ্রাম ও ছাত্র জনতার আন্দোলনের নতুন স্বাধীনতায় প্রত্যেক বিশ্ববিদ্যালয় যে সকল কর্মকর্তারা ফ্যাসিবাদীদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন, সব স বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন তাদের পাশে থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শিক্ষা   আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন   কমিটি গঠন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft