বুধবার ২ এপ্রিল ২০২৫ ১৮ চৈত্র ১৪৩১
 

আইনি জটিলতায় অভিনেতা শ্রেয়স তলপাড়ে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

চিটফান্ড প্রকল্পের নামে টাকা প্রতারণার অভিযোগে আইনি জটিলতার মুখে পড়েছেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপাড়ে। শ্রেয়স ছাড়াও মামলা দায়ের করা হয়েছে আরও ১৪ জনের বিরুদ্ধে। কোম্পানির এজেন্টরা গ্রামবাসীদের বেশি টাকা ফেরত দেবে বলে প্রলোভন দেখিয়ে অনেকে টাকা আদায় করেছে বলে অভিযোগ। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদেন বলা হয়, শ্রেয়স এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে ‘দ্য লোনি আরবান মাল্টিস্টেট ক্রেডিট অ্যান্ড থ্রিফ্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে একটি কোম্পানির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। 

প্রতিবেদেন আরও বলা হয়, যারা গ্রামবাসীদের এই কোম্পানিতে বিনিয়োগে মোটা টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছেন বলে অভিযোগ। এমনকী অল্পদিনেই টাকা দ্বিগুণ হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে দাবি তাদের।

তবে যখন থেকে এই প্রোজেক্টটি নিয়ে আইনি প্রশ্ন উঠতে শুরু করে, তখন থেকেই এলাকায় আর দেখা যায়নি এজেন্টদের বলে অভিযোগ স্থানীয়দের। ভারতের উত্তর প্রদেশের মাহোবা জেলার শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং কর্মকর্তারা বিষয়টির তদন্ত শুরু করেছেন।

প্রসঙ্গত, আর্থিক জালিয়াতি মামলায় শ্রেয়স তলপড়ের নাম এই প্রথম বার উঠে আসেনি। চলতি বছরের শুরুতে লখনৌতে বিনিয়োগকারীদের ৯ কোটি টাকা প্রতারণার অভিযোগে তার এবং অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। যদিও এই বিষয়ে এখনও কোনও বিবৃতি দেননি শ্রেয়স।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft