শুক্রবার ৪ এপ্রিল ২০২৫ ২১ চৈত্র ১৪৩১
 

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে আনার সিদ্ধান্ত বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় জনপ্রতি মাসিক বরাদ্দ ছয় ডলারে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

সাম্প্রতিক এক চিঠিতে সংস্থাটি জানায়, জনপ্রতি এই বরাদ্দ হবে মাসিক ১২ ডলার।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান। এতদিন সাড়ে ১২ ডলার করে বরাদ্দ ছিল বলেও জানান তিনি। ফলে এখন ৫০ সেন্ট করে বরাদ্দ কমছে।  

ত্রাণ কমিশনার বলেন, ‘এই ৫০ সেন্ট খাদ্য ফর্টিফায়েড (পুষ্টি উপাদান যোগ) করার কাজে ব্যয় হতো, যা এখন থেকে হয়তো আর করা সম্ভব হবে না। ’

মিজানুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টা, জাতিসংঘ মহাসচিবের সফর- এসব বিষয়  সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রভাব রেখেছে বলে ধারণা করছি।

কদিন আগেই বাংলাদেশ সফর করে যান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এই সফরে তিনি কক্সবাজারে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন। তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft