প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে রবিবার(২৩ মার্চ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা পৌর শহরের নাগড়া আয়েশা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ঔষধ ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিসিডিএস নেত্রকোনা জেলা শাখার সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সদস্য আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখশেদুল মুর্শেদ,সহ -সভাপতি সনজিৎ চন্দ্র সাহা রায়(রিন্টু),সদস্য কাইয়ুম থান (উত্থান),সদস্য আজাদ রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি,ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি দিবাকর দে,নেত্রকোনা জেলা শাখার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কেমিস্ট।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা সংগঠনের উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সদস্যদের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক ঔষধ ব্যবসায়ী ও অতিথির উপস্থিতি ইফতার মাহফিলকে প্রাণবন্ত করে তোলে।