সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
 

জাফর আল মামুনের চাইল্ড অফ দ্য স্টেশন সিনেমায় মৌ খান
আনোয়ার আরমান
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন

ঢালিউড সিনেমার আলোচিত নায়িকা মৌ খান। এরই মধ্যে সিনেমা, বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজে কাজ করে সবার নজর কেড়েছেন তিনি। সম্প্রতি  ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমার কাজ শুরু করেছে তিনি। 

‘ময়না আজমেরী’র উপন্যাস অবলম্বনে সানী আলম ও গাজী ফারুকের সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন জাফর আল মামুন। গত মঙ্গলবার ১৮ মার্চ থেকে রাজধানীর তেজগাঁও সিনেমাটির শুটিং শুরু হয়েছে। চলবে ২৭ মার্চ পর্যন্ত। এতে মৌয়ের বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন তারা।

এ সিনেমা নিয়ে অভিনেত্রী বলেন, ‘বাস্তবধর্মী গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। মূলত স্টেশনের বাচ্চাদের নিয়ে এর গল্প। আমি শ্রাবণী চরিত্রে অভিনয় করছি। বাচ্চাদের প্রতি আমার অন্যরকম টান থাকে। ওদের জন্য কিছু করতে গিয়ে স্টেশনের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বেরিয়ে আসে। এসব ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং। সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।’

তিনি যোগ করেন, ‘নতুন বেশ কিছু সিনেমায় কাজের কথা চলছে। তবে এখন থেকে গল্প ও চরিত্র একটু বুঝেশুনে সিনেমার কাজের সিদ্ধান্ত নিতে চাই। এ বছর চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই। গল্পনির্ভর সিনেমা করতে চাই। তাই সময় নিয়ে সিনেমা হাতে নিচ্ছি।’

এরই মধ্যে ছোট পর্দার অভিনয়ে নাম লেখিয়েছেন মৌ। প্রথমবারের মতো অভিনয় করেছেন ‘শুদ্ধ মানুষ’ নাটকে। সম্প্রতি বিটিভিতে নাটকটি প্রচার হয়েছে। ভালো গল্প ও চরিত্র পেলে নাটকেও নিয়মিত হতে চান এই নায়িকা।

সবশেষ তিনি বলেন, ‘আমার কাছে পর্দা বিষয় না। আমি সব মাধ্যমে কাজ করতে আগ্রহী। চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই। নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ সব প্ল্যাটফর্মে নিজেকে প্রমাণ করতে চাই।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft