বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

বান্দরবানে অভিযানেও বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে এফএসি নামে একটি ইটভাটাকে ৭ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ইটভাটাতে মজুদকৃত ১৮শত ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বান্দরবানের লামা উপজেলায় ফাইতং ইউনিয়নে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মঈন উদ্দিন। এসময় সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব, পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.রেজাউল করিম উপস্থিত ছিলেন।

অভিযানে লামা বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং লামা থানা পুলিশের সদস্যরা সহায়তা করে।

সুত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে এফএসি ব্রিকস এর মালিক ফরিদুল আলমকে ৭ লক্ষ টাকা ও অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে বন আইনে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১৮শ ঘনফুট কাঠ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুইটি ইটভাটার চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেওয় হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগামীতেও অভিযান চলমান থাকবে। এর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft