মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভারতীয় মিডিয়া আউটলেট দ্বারা প্রকাশিত ভিত্তিহীন ও ভিত্তিহীন প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাহিনীটি।

আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি ইচ্ছাকৃত ভ্রান্ত তথ্য প্রচারের অংশ বলে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনী গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছে যে দ্য ইকোনমিক টাইমস, দ্য ইন্ডিয়া টুডেসহ কিছু ভারতীয় মিডিয়া আউটলেট দ্বারা প্রকাশিত ভিত্তিহীন ও ভিত্তিহীন প্রতিবেদনের সাম্প্রতিক ঘটনা ঘটেছে। বাংলাদেশ সেনাবাহিনী এই প্রতিবেদনগুলো সম্পূর্ণরূপে মিথ্যা এবং বাংলাদেশ ও তার সেনাবাহিনীর স্থায়িত্ব ও সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি ইচ্ছাকৃত ভ্রান্ত তথ্য প্রচারের অংশ বলে মনে করছে।’

‘আমরা স্পষ্টভাবে বলছি যে সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সাংবিধানিক দায়িত্ব পালন করতে সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ। কমান্ড চেইন শক্তিশালী এবং সিনিয়র জেনারেলসহ বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য সংবিধান, চেইন অব কমান্ড ও বাংলাদেশের জনগণের প্রতি আনুগত্যে অটল। পদমর্যাদায় বৈষম্য বা বিশ্বাসঘাতকতার যেকোনো অভিযোগ সম্পূর্ণরূপে বানোয়াট ও দূষিত।’

‘এটা বিশেষ করে উদ্বেগজনক যে ইকোনমিক টাইমস বারবার এই ধরনের ভুল তথ্য প্রচারে লিপ্ত হয়েছে। একই ধরনের মিথ্যা প্রতিবেদন একই আউটলেট দ্বারা ২৬ জানুয়ারি (২০২৫) প্রকাশিত হয়েছিল, এই সর্বশেষ গল্পগুলির মাত্র এক মাস আগে। আচরণের এই প্যাটার্ন এই মিডিয়া আউটলেটের অভিপ্রায় এবং বিশ্বাসযোগ্যতা সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করে। বেশ কয়েকটি অনলাইন পোর্টাল এবং কয়েকটি বাজে এবং বিতর্কিত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যা প্রচার করেছে, যা ভ্রান্ত তথ্যের প্রচারাভিযানকে আরও প্রসারিত করেছে।’

‘দায়িত্বশীল সাংবাদিকতার নীতি মেনে না গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের জনগণের মধ্যে ভুল তথ্য ছড়ানো ও অবিশ্বাস তৈরির হাতিয়ার হিসেবে কাজ করছে বলে মনে হচ্ছে।’

‘আমরা এই মিডিয়া আউটলেটগুলিকে, বিশেষত ভারত ভিত্তিক যারা, ভালো সাংবাদিকতার অভ্যাস মেনে চলতে এবং অসত্য ও চাঞ্চল্যকর গল্প প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। আশা করা যায় যে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করার আগে তাদের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) থেকে মন্তব্য ও ব্যাখ্যা চাওয়া উচিত। বাংলাদেশ সেনাবাহিনী সংক্রান্ত সঠিক ও অফিসিয়াল তথ্য দিতে আইএসপিআর সবসময় তৎপর।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘দেশের সার্ব্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষার অঙ্গীকারে বাংলাদেশ সেনাবাহিনী অটল। আমরা সকল গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি দায়িত্বশীল আচরণ করতে এবং মিথ্যা বর্ণন প্রচার থেকে বিরত থাকতে, যা শুধু অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করে।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft