প্রকাশ: রোববার, ৯ মার্চ, ২০২৫, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৯ মার্চ, ২০২৫, ১১:২১ অপরাহ্ন

সীমান্তবর্তী শেরপুরে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দুই ধর্ষনের ঘটনা ঘটেছে। জেলার নকলা উপজেলার পৃথক এলাকায় ৫ বছর বয়সী শিশু ও ১৪ বছর বয়সী কিশোরী ধর্ষণের শিকার হয়। এঘটনায় এক বৃদ্ধ ও কিশোরকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র জানায়, গত ৮ মার্চ শনিবার দুপুরে উপজেলার পাইস্কা মধ্যপাড়া গ্রামে চান মিয়া নামক বৃদ্ধ প্রতিবেশী এক শিশুকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করলে রাতেই অভিযুক্ত চান মিয়া উরফে লছা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে গতকাল ৯ মার্চ রোববার বিকেলে একই উপজেলার একটি ইটভাটায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।