বুধবার ১২ মার্চ ২০২৫ ২৬ ফাল্গুন ১৪৩১
 

আশুগঞ্জে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেবক মিয়া-(২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার সোনারামপুর এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার হয়।

মৃত সেবক মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের চাতল গ্রামের আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায়, উপজেলার সোনারামপুর এলাকার রেললাইনের উত্তর পাশের ঢালু জায়গায় এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বিল্লাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যার পর লাশ ফেলে যায়। 

তিনি বলেন, শুক্রবার (৭ মার্চ) সকালে ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft