প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

নাটোরে ২ লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার(১১ মার্চ) সকাল ১০ টায় নাটোর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এক কর্মশালায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন সাংবাদিকদের এ তথ্য জানান।
কর্মশালায় জানানো হয়, নাটোর জেলায় ৭ উপজেলায় আট পৌরসভায় দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হবে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। নাটোর জেলার মোট এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ১৪২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৬ জন কমিউনিটি হেল্থ প্রোভাইডার, ২৩৩জন পরিবার কল্যাণ সহকারী ও ২ হাজার ৭৭৬জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই কর্মসুচি বাস্তবায়ন করা হবে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন বলেন, শিশুকে ভরা পেটে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে হবে। কোনো অবস্থায় খালি পেটে শিশুদের ভিটামিন খাওয়ানো যাবে না। শিশুর বয়স ৬ মাস না হওয়া পর্যন্ত শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবেন না। যেহুত্ব এ সময় শিশু মায়ের কাছ থেকে এ ভিটামিন পেয়ে থাকে। সেজন্য এ বয়সী শিশুদের প্রয়োজন নেই। কোনো অবস্থায় অসুস্থ্য শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবো না।