প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৪:০৪ অপরাহ্ন

কেন্দ্রীয় ছাত্রদল কতৃক ঘোষিত দেশব্যাপী নারীদের উপর সহিংসতা নিপীড়ন ধর্ষণ হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদল।
আজ সোমবার সকালে মহালছড়ি কলেজের অভিমুখে মানববন্ধন শেষে মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম (রবিন) এর সভাপত্বিতে সদস্য সচিব মোঃ সাকিব হোসেন সোহাগের সঞ্চালনায় বর্তমান পরিস্থিতির প্রতিবাদে বক্তব্য প্রদান করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন।
মানববন্ধন উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আশ্রাফুল সাকিব, যুগ্ন-আহ্বায়ক মোঃ ইয়াছিন বাপ্পী, ছাত্রনেতা জুয়েল দাশ, মোঃ জাহিদ জুয়েল, সূর্য মার্মা, মোঃ আরিফ হোসেন ও মোঃ ইয়াছিন প্রমূখ।
উলেখ্য, গত ৯ মার্চ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব) ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (নাসির) এই কর্মসূচি ঘোষণা করেন।