রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

"ডু অর ডাই" ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

ডু অর ডাই ম্যাচ। হারলেই বাদ। এমন কঠিন সমীকরণ নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচ এটি; ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ বলেও পরিচিত।

আজ রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি।

পাকিস্তান দলে এক পরিবর্তন এসেছে। ফখর জামানের পরিবর্তে দলে এসেছেন ইমাম উল হক।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এর মধ্যে তিনটিতে পাকিস্তান ও দুটিতে জিতেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর ২০১৭ সালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান। সেই শিরোপা ধরে রাখার লড়াই এবার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের।

পাশাপাশি দুবাই মাঠের রেকর্ডও কথা বলছে পাকিস্তানের পক্ষে। এই মাঠে মোট ৫বার মুখোমুখি হয়েছিল দু’দল। এখানেও তিনটিতে জিতেছে পাকিস্তান।

যদিও শক্তিমত্তা ও বর্তমান ফর্ম বিবেচনায় ভারতকেই এগিয়ে রাখতে হয়, তবে পাকিস্তানও দারুণ আত্মবিশ্বাসী।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft