শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৮ ফাল্গুন ১৪৩১
 

প্রকাশ পেলো গানচিত্র 'ভালোবাসি যে তোমায়'
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন

ভালোবাসার মাসের শেষ পর্যায়ে এসে গতকাল ১৯ ফেব্রুয়ারি জে.কে মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে রোমান্টিক মিউজিক ভিডিও 'ভালোবাসি যে তোমায়'। তরুণ নির্মাতা এসএ সাইদুল পরিচালনায় মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাদমান সামীর ও নতুন দিনের অভিনেত্রী জুঁই শেখ।

গীতিকার রিহানের কথা ও দ্বীন ইসলাম শাহরুখের সংগীতে গানে কন্ঠ দিয়েছেন শ্যাম কুমার ও মোস্তারি জাহান মুক্তি। মিউজিক ভিডিওটি প্রকাশ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় গান প্রকাশ অনুষ্ঠান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ডিএ তায়েব। এছাড়া চিত্রনায়ক সাদমান সামীর, অভিনেত্রী জুঁই শেখ, নির্মাতা এসএ সাইদুল, কণ্ঠশিল্পী শ্যাম কুমার সহ অনেকে।

মিউজিক ভিডিওটি নিয়ে অভিনেত্রী জুঁই শেখ বলেন, অসম্ভব সুন্দর লিরিকস এবং রোমান্টিক সুরের একটি গান। আশাকরি দর্শক গান এবং দৃশ্যায়ন দেখে মুগ্ধ হবেন এবং সিনেমাটিক ফিল পাবেন।

চিত্রনায়ক সাদমান সামীর বলেন, এর আগেও বেশকিছু মিউজিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু 'ভালোবাসি যে তোমায়' মিউজিক ভিডিওতে কাজ করে ভিন্ন উপলব্ধি হয়েছে, সিনেমার কাজ করে যে উপলব্ধিটা হয় ঠিক তাই। আশাকরি দর্শকদের গানটি ভালো লাগবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft