শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

লিভারপুলের সঙ্গে ড্র করেছে অ্যাস্টন ভিলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন

এমনিতেই দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে লিভারপুল এগিয়ে অনেক। ৭ পয়েন্টের ব্যবধান তৈরি দুই দলের মধ্যে। বুধবার রাতে এই ব্যবধানটা ১০ পয়েন্টে উন্নীত করার সুযোগ ছিল লিভারপুলের সামনে; কিন্তু অ্যাস্টন ভিলা সেটা করতে দিলো না। 

২-২ গোলে ড্র করে ২ পয়েন্ট কেড়ে নিলো ভিলা। এখন আর্সেনালের সামনে সুযোগ ব্যবধানটা ৫ পয়েন্টে নামিয়ে আনার।

সপ্তাহের মাঝে ভিলাপার্কে বুধবার রাতে দেখা গেলো মিডউইক থ্রিলার। মোহাম্মদ সালাহ ২৯তম মিনিটে প্রথম এগিয়ে দিয়েছিলেন অলরেডদের। কিন্তু ৩৮তম মিনিটে অ্যাস্টন ভিলাকে সমতায় ফেরান ইউরি তিয়েলম্যান। প্রথমার্ধের একেবারে শেষ প্রান্তে এসে, ৪৫+৩ মিনিটে অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন ওলি ওয়াটকিন্স।

২-১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করার পর লিভারপুল মরিয়া হয়ে ওঠে সমতায় ফেরার জন্য। ৬১তম মিনিটে সমতায় সফরকারীদের সমতায় ফেরান ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এরপর আর কেউ গোলই করতে পারেনি কেউ। ২-২ গোলে ড্র নিয়েই শেষ হলো ম্যাচ।

এই ড্র’য়ের পর দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান তৈরি করলো লিভারপুল। ২৬ ম্যাচে তাদর পয়েন্ট এখন ৬১। ২৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৩।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft