রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

সুন্দরবনের হরিণ ধরার ফাঁদসহ জীবিত হরিণ উদ্ধার
শ্যামনগরে (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

শ্যামনগর উপজেলায় সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বন বিভাগ ও সিপিজি সদস্য যৌথ অভিযানে আজ রোববার দুপুর ১২টার দিকে ফাঁদসহ  জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। 

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা সোলায়মান নির্দেশে চুনকুড়ী টহল ফাঁড়ী ওসি সজল মজুমদার নেতৃত্বে বন বিভাগ সদস্য ও সি পিজি সদস্যদের  নিয়ে সুন্দরবন গহীনে  চালতে বেড়ে খাল  নামক স্থানে অভিযান চালায়। এ সময় হরিণ ধরার লাইলনের দড়ি ফাঁসসহ জীবিত হরিণ উদ্ধার করে। উদ্ধারকৃত জীবিত হরিণ হাড়দোহা খাল নামক স্থানে অবমুক্ত করে। 

অভিযান চলাকালে আনুমানিক ২৬টি হরিণ ধরার ফাঁদের সন্ধান মেলে। হরিণ শিকারীরা বনবিভাগের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। 

এ বিষয়ে স্টেশন কর্মকর্তা সোলেমানের সাথে কথা হলে তিনি জানান, ফাঁস দিয়ে হরিণ ধরছে কিছু হরিণ শিকার চোরারা। এজন্য  প্রতিনিয়ত বনবিভাগের সদস্যসহ সি পিজি সদস্য অভিযান পরিচালনা করছে। এটা অব্যহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft