রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে আসাদ গেটে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীর মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীসহ একদল মানুষ।

আজ রোববার সকাল ১১টার দিকে আসাদ গেটে সড়কের একপাশে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

ঘটনাস্থলে উপস্থিত নূর মোহাম্মদ নামে এক শিক্ষার্থী জানান, তারা ধর্ষকের মৃত্যুদণ্ড চান।

তাসনিম সিদ্দিকী নামে অপর এক শিক্ষার্থী বলেন, 'দেশে এত ধর্ষণ, এত শ্লীলতাহানি, এতকিছুর পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা নীরব ভূমিকা পালন করছে। এছাড়া, জুলাই আন্দোলনের প্রথম সারিতে যারা ছিলেন, তাদেরকেও কোনো কথা বলতে দেখছি না। যে কারণে এখানে শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষেরা একত্রিত হয়েছি।'

'প্রশাসনের ঘুম ভাঙাই, ধর্ষকের বিচার চাই- এই দাবিতে আমরা এখানে এসেছি। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে, তারা আমাদের কথা শুনবে। এখন আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি দিতে যাচ্ছি। তারা আমাদের দাবিগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হলে আমরা সারাদেশে বৃহত্তর কর্মসূচি পালন করব', বলেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft