রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

টঙ্গীতে ফেনসিডিল জব্দ, আ.লীগ নেত্রীসহ গ্রেপ্তার ৬
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন

টঙ্গীতে ১ হাজার ৭৫১ বোতল ফেনসিডিল জব্দ ও আওয়ামী লীগ নেত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। তাদের দাবি, তারা সবাই মাদক কারবারি। 

ডেভিল হান্টের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানায় র‍্যাব। 

গ্রেপ্তাররা হলেন- ৫৬ নাম্বার ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম (৫৮), মো. সবুজ (৩৭), মো. সুজন (২৬), মো. শাহিন (৩০), মো. দেলোয়ার (৪৩) ও মো. রাসেল (৪০)। 

র‍্যাবের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-১ এর একটি দল শনিবার রাতে টঙ্গীর ব্যাংকের মাঠের বিভিন্ন মাদক আস্তানায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি আওয়ামী লীগ নেত্রী ময়না ও ওই ৫জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ৫জন আওয়ামী নেত্রীর সহযোগী। পরে তাদের দেওয়া তথ্য মতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৭৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft