মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

মাদারীপুর পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান, এক দালাল আটক
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন

মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় এমদাদ হাওলাদার নামে এক দালালকে আটক করা হয়।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে দুদকের সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

আটক এমদাদ হাওলাদার (৫০) সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে।

তিনি শহরের ইটেরপুল এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া থেকে এমন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানা যায়।

দুদক জানায়, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে বেপরোয়া হয়ে উঠেছে দালালচক্র। এমন অভিযোগের ভিত্তিতে ছদ্মবেশে সেখানে অভিযান চালায় দুদক। এ সময় পাসপোর্ট অফিসের সামনে থাকা এমদাদ হাওলাদার ৮ হাজার টাকার বিনিময়ে পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দেন।
পরে তাকে হাতেনাতে আটক করে দুদকের সদস্যরা।

আটককৃত এমদাদ হাওলাদারকে পরে তার স্ত্রীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

দুদকের মাদারীপুরের সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জামান জানান, ভবিষ্যতে পাসপোর্ট অফিস ও এর আশপাশে না আসা এবং এমন কর্মকাণ্ডে লিপ্ত না থাকার শর্তে এমদাদকে তার স্ত্রীর জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, পাসপোর্ট অফিসের বাইরে থেকে এক দালালকে আটক করেছে দুদকের কর্মকর্তারা। পরে তার বিরুদ্ধে দুদকের কর্মকর্তারাই ব্যবস্থা নিয়েছেন বলে শুনেছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft