বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

নাগরপুরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরের মানবিক প্রতিষ্ঠান ধলেশ্বরী ফাউন্ডেশনের সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে বাৎসরিক কর্মসূচীর অংশ হিসেবে নাগরপুরের ৮টি ইউনিয়নে শীত বস্ত্র  বিতরণের মধ্যদিয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সমাপ্ত করা হয়েছে। 

গতকাল সোমবার দিনব্যাপি শীতবস্ত্র বিতরণের চতুর্থ অধিবেশন সপ্তম ও অষ্টম ইউনিয়ন ভাদ্রা ও দপ্তিয়র এলাকায় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ধলেশ্বরী ফাউন্ডেশনের শীত বস্ত্র কার্যক্রম সম্পন্ন হয়।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাদ্রা ইউনিয়নের মোঃ কোহিনূর ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, ধলেশ্বরী ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন সভাপতি ও পরামর্শ সভার অন্যতম সদস্য জনাব হাফিজুর রহমান আশরাফ। ফাউন্ডেশনের সভাপতি মু. আব্দুন্নুর ইসলাম, সহ-সভাপতি আবু বকর ইসরাফিল, সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, অফিস সম্পাদক খন্দকার ফেরদৌস করিম, ক্রীড়া সম্পাদক এন এম ইহসান, পাঠাগার সম্পাদক সুজন হোসাইন শুভসহ সমাজের বিশিষ্টজনেরা।

শীতবস্ত্র বিতরণের বিষয়ে ধলেশ্বরী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মু. আব্দুন্নুর ইসলাম বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়া নাগরপুরের গণমানুষের এই প্রানের সংগঠন ধলেশ্বরী ফাউন্ডেশন শুরু থেকেই সেবামূলক নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও এই শীতবস্ত্র বিতরণে বিশাল কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। 

তিনি আরও বলেন, নয়া নাগরপুরের স্বপ্ন নিয়ে ধারাবাহিক পথচলতে থাকা এই ধলেশ্বরী ফাউন্ডেশনের অন্যতম কাজ হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। এমনকি সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে পৌছে সুখে দুখে বিপদে আপদে সর্বস্তরের সুবিধা বঞ্চিত মানুষের সাথে থাকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft