বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

ধর্ষণ মামলার আসামি বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৭ অপরাহ্ন

ফেনীর সোনাগাজীর গৃহবধুকে ধর্ষণ করে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্লাকমেইলিং করে ৫৮ লক্ষ টাকা আদায়ের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী হারুনুর রশিদ প্রঃ হারুন মিয়াজীকে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

২৫/০২/২০২৫খ্রিঃ তারিখ বেলা ১২.০০ ঘটিকায় বিদেশে পালানোর চেষ্টাকালে উক্ত মামলার প্রধান  আসামী হারুন অর রশীদ ওরফে হারুন মিয়াজিকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় চট্টগ্রাম বিমান বন্দর থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী মডেল থানার এসআই(নিঃ)/নিদুল চন্দ্র কপালী’র নেতৃত্বে একটি দল গ্রেপ্তার করে। এ সময় তার নিকট হইতে ০১টি মোবাইল ফোন ও ০১টি মেমোরি কার্ড উদ্ধার করে।  যাতে গৃহবধুর আপত্তিকর ছবি এবং ভিডিও রয়েছে মর্মে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়।  

মামলার আসামীগন ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ইতোপূর্বে কয়েকধাপে নগদ টাকা ও ৮ ভরি স্বর্নলংকারসহ সর্বমোট ৫৮ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং উক্ত আপত্তিকর ভিডিওগুলো গৃহবধুকে দেখিয়ে তাকে একাধিকবার ধষর্ণ করে। এভাবেই আসামীরা গৃহবধুর স্বামীর প্রবাসে অর্জিত সমস্ত টাকা আত্মসাৎ করে। এছাড়া গৃহবধুকে হুমকি-ধামকি দিয়ে বিভিন্ন ব্যাংক ও এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে আসামীদেরকে টাকা দিতে বাধ্য করে। সম্প্রতি আসামীগণ পূনরায় গৃহবধুকে ব্লাকমেইল করে আরো ১৫ লক্ষ টাকা দাবী করলে গৃহবধু উক্ত টাকা দিতে না পেরে বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। ইহার প্রেক্ষিতে গৃহবধু ০৩ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

উক্ত মামলার ২ নং আসামী জাকির হোসেন শুভকে ইতিপূর্বে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামী হলেন- হারুনুর রশিদ প্রঃ হারুন মিয়াজী, পিতা-রফিকুল ইসলাম মিয়াজী, সাং-চর সাহাভিকারী (মিয়াজী বাড়ী), পোঃ কাছারী পুকুর, ০৫নং চর দরবেশ ইউনিয়ন, থানা-সোনাগাজী, জেলা-ফেনী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft