মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

গোপালগঞ্জে স্বর্ন ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১০ অপরাহ্ন

গোপালগঞ্জে চলছে স্বর্ন ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। এ অবস্থা চলছে গতকাল সোমবার দুপুরের পর থেকে। আজ মঙ্গলবার বিকাল সোয়া চারটার দিকে গোপালগঞ্জ স্বর্ন ব্যাবসায়ী সমিতির সভাপতি মো: মেহেদী বলেন, ধর্মঘট অব্যাহত রয়েছে। আমরা কোনো সময় বেধে দিতে পারছিনা। আমাদের সাথে কেউ আলোচনার জন্য আসেনি। 

গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জ বিএসটিআইয়ের কর্মকর্তারা আমাদের সোনার দোকানগুলিতে অভিযান চালায় সেসময় তাদের সাথে আমাদের ব্যাবসায়ীদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তারা কিছু নিয়মকানুন নিয়ে বাড়াবাড়ি করলে ওই ঘটনা ঘটে। 

এদিকে বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা দাবী করেছে।এতে বিএসটিআই এর ৪ জন আহত হয় বলে তারা জানান। স্বর্নপট্টির সোনার দোকানগুলিতে নিয়মিত তদারকি করার সময় তাদের উপর ব্যবসায়ীরা ওই হামলা চালায়। আহতদের মধ্যে ২ জনকে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএসটিআই এর উপপরিচালক মো:  আশরাফুল আলম জানান গতকাল সোমবার দুপুরে নিয়মিত তদারকিতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীরা স্বর্ন ব্যবসায়ীদেরকে বিএসটিআই এর অনুমোদিত বাটখারা ব্যবহার করার কথা বলায় ব্যবসায়ীরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

এ ব্যাপারে জানতে চাইলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, বিষয়টি শুনেছি তবে অভিযোগ করতে কেউ থানায় আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft