মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

সারাদেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৭ অপরাহ্ন

সাম্প্রতিক সময়ে সারাদেশে গনহারে বেড়ে যাওয়া বর্বরোচিত ধর্ষণের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের আয়োজনে ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায়, শাহিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মশিউর রহমান, সাদরুল আহসান মাসুম, ডাঃ আরিফুল ইসলাম সুজন, রফিকুল ইসলাম, জোবায়ের আলম, খন্দকার আব্দুল আলীম, হাবিবুল্লাহ পাহাড়ী, অমা রাণী দেবসেন, উমর ফারুক, সারোয়ার হোসাইন প্রমুখ।

এসময় বক্তারা ধর্ষণ বন্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় গাজীপুর এমএএস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাজাহারুল ইসলাম আরিফ, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলাম, রুহুল সিদ্দিকী রুমান, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সকল সদস্যসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ এবং সর্বস্তরের নারী পুরুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft