সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

দক্ষিণ কোরিয়ায় মাছ ধরার নৌকা ডুবে নিহত ৪, নিখোঁজ ৬
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ জিওলা প্রদেশের ইয়েসু উপকূলে ১৪ জন ক্রুসহ একটি মাছ ধরার নৌকাডুবিতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

ইয়েসু কোস্টগার্ড স্টেশনের বরাতে কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোস্টগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, মাছ ধরার নৌকাটি হঠাৎ করে রাডার থেকে অদৃশ্য হয়ে গেলে দুর্ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনার কিছুক্ষণ পর কর্তৃপক্ষ সাতজন ক্রুকে উদ্ধার করে। কিন্তু তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৬৬ বছর বয়সী ক্যাপ্টেনও ছিলেন। তিনজনই কোরিয়ান নাগরিক।

বাকি চারজনের মধ্যে দুজন ভিয়েতনামের ও দুজন ইন্দোনেশিার নাগরিক। রোববার সকালে তাদের হাইপোথার্মিয়ার লক্ষণ দেখা দিলে কাছের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই চারজনকে একটি লাইফবোটে পাওয়া যায়।

সকাল ৮টা ৪২ মিনিটে কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলের কাছে ভাসমান একজন ক্রু সদস্যকে দেখতে পায়। তাকে উদ্ধার করে বিকেলে মৃত ঘোষণা করা হয়।

দুপুর ১টা পর্যন্ত কোস্টগার্ড নিখোঁজ ছয় ক্রুকে খুঁজছে, যাদের নাম জানা যায়নি। নৌকাটি যেখানে ডুবে গেছে তার পাঁচ কিলোমিটারের মধ্যে তারা নিখোঁজ আছেন বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষের মতে, নিখোঁজ ক্রুদের মধ্যে চারজন কোরিয়ান, একজন ইন্দোনেশিয়ান এবং একজন ভিয়েতনামি।

দুর্ঘটনার কারণ এখনো তদন্ত করা হয়নি। তবে উদ্ধার ক্রুরা জানিয়েছেন, তীব্র বাতাস ও ঢেউসহ মন্দ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft