সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

মাদ্রিদ ডার্বির ড্র, জমে উঠেছে লা লিগার রেস
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৭ অপরাহ্ন

উত্তেজনায় ঠাসা মাদ্রিদ ডার্বি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। হয়েছে রেফারিং নিয়ে বিতর্কও। লড়াই হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে টেবিলের দুইয়ে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্য। যদিও তাদের ড্র হওয়াতে পয়েন্ট টেবিলে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছে বার্সেলোনা। 

৩১ মিনিটে ঘটে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনাটি। ডি-বক্সের বাঁ দিক থেকে আসা ক্রসে নিয়ন্ত্রণ নিতে পা বাড়িয়েছিলেন অ্যাতলেটিকোর সামুয়েল লিনো, একই সময়ে পা বাড়ান রিয়ালের চুয়ামনিও। তার পা গিয়ে পড়ে লিনোর পায়ের ওপর। কিন্তু তার আগেই বল দুজনের মাঝ দিয়ে বেরিয়ে যায়। অ্যাতলেটিকোর পেনাল্টি আবেদন শুরুতে ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত ভিএআর দেখে ঠিকই স্পটকিকের বাঁশি বাজান রেফারি। 

স্পটকিক থেকে বল জালে জড়ান হুলিয়ান আলভারেজ। অ্যাতলেটিকো পায় লিড। লিনো ও আলভারেজ দারুণ কয়েকটি সুযোগ নষ্ট করায় এই অর্ধে পরে আর ব্যবধান বাড়াতে পারেনি সফরকারীরা। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগো দুজনেই উইং থেকে চালিয়েছেন আক্রমণ। তারই সুবাদে পঞ্চম মিনিটে সমতায় ফেরে রিয়াল। ডান উইং দিয়ে দুজনকে কাটিয়ে ক্রস দেন রদ্রিগো। জুড বেলিংহ্যাম ফার্স্ট টাচ শট করলে সেটা ফিরে আসে হিমেনেজের কারণে। আর ফিরতি শটে এমবাপে বল পাঠান গোলে। 

বাকি সময়টায় রিয়ালকে বারবার হতাশ করেছেন ইয়ান ওবলাক। ভিনিসিয়ুস, রদ্রিগো, এমবাপে ও বেলিংহ্যামকে ঠেকিয়ে হতাশ করেন অ্যাতলেটিকোর গোলরক্ষক। তারই সুবাদে ড্র হয় মাদ্রিদ ডার্বি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft