মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২    কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন    কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের    ১৮১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনশেষ বাংলাদেশের   
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৫ জন নিহত
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৫:০০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে পৃথক তিনটি বাড়িতে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টার দিকে প্রথম গুলির ঘটনার খবর পায় পুলিশ। এনবিসি’র সহযোগী বার্তা সংস্থা কেএসএন এ তথ্য জানিয়েছে।

উইচিটা পুলিশ জানিয়েছে, সান্তা ফে সাউথ এলাকার ১৭০০ ব্লকে একটি বাড়িতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজন ব্যক্তিকে মৃত অবস্থায় পায়। এরপর আরও একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।


পরবর্তীতে এলাকাজুড়ে চিরুনি অভিযান চালায় পুলিশ। এসময় আরেকটি বাড়ির জানালা দিয়ে তারা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। বাড়িটিতে প্রবেশ করে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।


উইচিটা পুলিশের মুখপাত্র অ্যান্ড্রু ফোর্ড এক বিবৃতিতে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা একে অপরের পরিচিত এবং এ ঘটনায় কোনো সন্দেহভাজন পলাতক নেই। আমরা ধারণা করছি, নিহতদের মধ্যেই একজন এই হামলার জন্য দায়ী হতে পারে।

পুলিশ প্রধান জো সুলিভান বলেছেন, আমাদের বিশ্বাস, নিহতদের মধ্যে একজনই হয়তো গুলির ঘটনার মূল হোতা। তবে তিনি কোন জন, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।

পুলিশের তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এ ঘটনায় উইচিটা পুলিশ বিভাগের কর্মকর্তারা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, এই ঘটনার পর স্থানীয় সম্প্রদায়ের জন্য আর কোনো ঝুঁকি নেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  যুক্তরাষ্ট্রে   বন্দুক হামলা   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft