মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
রাজধানীতে গ্যাসের চুলা বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

রাজধানীর মিরপুরের কাফরুলে একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার (১০ নভেম্বর) রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- মো. রাজিব মিয়া (২১), মোছা. সুমি আক্তার (১৮), মোছা. সাহানা আক্তার (২২), মো. সুমন মিয়া (২৫) ও মোছা. সুবর্ণা আক্তার (২২)। তারা সবাই পোশাক শ্রমিক।

রাতেই দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. আসাদুল মন্ডল জানান, দগ্ধরা পোশাক কারখানায় কাজ করেন। কাফরুলের কালভার্ট স্টিল ব্রিজ এলাকার একটি বাসার দোতলায় থাকতেন। গত রাতে গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করেন তারা। এরপর চুলায় সংযোগ দেওয়ার সময় চুলা জ্বালাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আগুন নেভাতে গিয়ে অনেকে দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে রাজিবের শরীরের ৬ শতাংশ, সুমির ২ শতাংশ, শাহানার ৫ শতাংশ, সুমনের ৩ শতাংশ ও সুবর্ণার ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে দগ্ধ কম হওয়ায় সবাই শঙ্কামুক্ত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft