শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
 

বাজারে কাটছে না সয়াবিন তেলের কৃত্রিম সংকট    ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল    দেশের অস্তিত্ব-সার্বভৌমত্ব নষ্ট করেছে শেখ মুজিব: সারজিস    সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে     ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র    দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী    দ্বিতীয় দফায় রক্ষা হলোনা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের   
জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ শাশুড়ি-পুত্রবধূ গ্রেপ্তার!
মোহনগঞ্জ (নেত্রোকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ২:৩৩ অপরাহ্ন

নেত্রকোণার মোহনগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সম্পর্কে তারা শাশুড়ি ও পুত্রবধূ।

এসময় তাদের কাছ থেকে ২ হাজার জাল টাকা, ৪টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রামদা, ৩টি ছুরি, ৫টি চাকু, ১৬টি মোবাইল ফোন, ৪টি সিম ও নগদ ৩০ হাজার ৭০০ উদ্ধার করা হয়।

আজ রোববার (১০ নভেম্বর) সকালে মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পৌরশহরের কাজিয়াটি গ্রামের শিউলী আক্তার (৪০) ও মদিনা আকন্দ (১৮)।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজিয়াটি গ্রামের মাদক কারবারি ফয়সালকে গ্রেপ্তার করতে শনিবার দিবাগত রাতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযান টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়। পরে ঘরে তল্লাশি চালিয়ে জাল টাকা, অস্ত্র, মোবাইল ফোন, সিম ও নগদ টাকা পাওয়া যায়। পরে ফয়সালের মা শিউলী আক্তার ও স্ত্রী মদিনা আকন্দকে গ্রেপ্তার করে। উদ্ধার করা দেশীয় অস্ত্র ও টাকা থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসির দায়িত্বে থাকা পরিদর্শক  (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, এ ঘটনায় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft