প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় জনি রহমান(৩৬) নামে একজনকে ১৫ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে স্পেশাল ট্রাইবুনাল। তিনি গোমস্তাপুরের আলীনগর মকরমপুর গ্রামের কুরবান আলীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মো: মিজানুর রহমান দণ্ডিতের অনুপস্থিতিতে (পলাতক) রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২২ সালের ৩১ জানুয়ারী গোমস্তাপুরের রহনপুর বংপুর মোড় এলাকায় সড়কে র্যাবের হাতে ৩টি ওয়ানশুটারগানসহ আটক হয় জনি।
এ ব্যাপারে পরদিন গোমস্তাপুর থানায় মামলা করে র্যাবের উপ-পরিদর্শক আবু সাব্বির রাবু।
মামলার তদন্ত কর্মকর্তা এবং গোমস্তাপুর থানার পরিদর্শক দিলীপ কুমার দাস ২০২২ সালের ২৪ ফেব্রæয়ারী জনিকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।