মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল   
জামালপুরের সেনাসদস্যের স্ত্রী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:৫২ অপরাহ্ন

জামালপুরের মেলান্দহে সেনাসদস্যের স্ত্রী শাহিনা আক্তার হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান।

জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর জামালপুরের মেলান্দহের দুরমুট এলাকার নিজ ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সেনাসদস্যের স্ত্রী শাহিনা বেগমের (৩৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন নিহতের ভাই মুঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে সদর থানার পলাশীগর থেকে মামলার সন্দেহভাজন পলাতক আসামি রাসেল খানকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪। পরে তাকে মেলান্দহ থানায় সোপর্দ করা হয়।

রাসেল খান দুরমুট সুলতান খালী এলাকার বাবুল মিয়ার ছেলে।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী।

এ ছাড়াও ওইদিন রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সুলতান খালী এলাকার মানিক মিয়ার ছেলে বিল্লাল (৪০), একই এলাকার তাহিজুল টাকী (৪৫) ও বিপুল মিয়াকে (৪৭) গ্রেপ্তার করে পুলিশ।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft