মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ আটক ২
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৩:১০ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকার জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)।

গতকাল বুধবার রাতে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) এর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে এদের আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাত নয়টার দিকে মাদক ‌বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্য উপজেলার চারআলী বাজারে অবস্থান নেয় থানা পুলিশের একটি দল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দাওধারা কাটাবাড়ি থেকে চারআলীগামী একটি মাইক্রোবাসে বিপুল পরিমাণে ভারতীয় মদ পাচার হচ্ছে। পরে পুলিশ অভিযান চালালে মাইক্রোবাস ফেলে মাদক কারবারিরা পালিয়ে যেতে চেষ্টা করে। তখন আশরাফুল ও আলী হোসেন নামে দুইজনকে ৭৭৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ আটক করা হয়। এসময় আপেল নামে আরেক আসামি পালিয়ে যায়। আটককৃত মাদকের আনুমানিক মূল্য ১০ লক্ষ ৭০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম বলেন, ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft