মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতে মূর্তি বিসর্জনকে বাংলাদেশে মন্দিরে হামলা বলে প্রচার: ফ্যাক্ট ওয়াচ    পবিত্র কোরআনে পরকালের জীবন    শেখ হাসিনা ছিলেন ভারতের বেতনভুক্ত কর্মচারী: হাসনাত    আবারও বাড়ল স্বর্ণের দাম    বেসরকারি খাতে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি    সিরিয়ায় সেনা ঘাটি ও বিমান হামলা বাড়াতে চায় ইসরাইল    আদালতে আসামি চন্দনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি   
ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় আহত ৩০
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২:৩১ অপরাহ্ন

ইসরায়েলের উত্তর-পূর্বের দুই শহরে হিজবুল্লাহর রকেট হামলায় ৩০ ইসরায়েলি নাগরিক আহত হয়েছে।  

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিবের উত্তর-পূর্বে ইসরায়েলি শহর হাশারনে হিজবুল্লাহর রকেট হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছে।

এর আগে মধ্য ইসরায়েলে বেশ কয়েকটি রকেট হামলার খবর পাওয়া যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় লেবানন থেকে তিনটি রকেট ছোড়ার পর তেল আবিবের উত্তরে রকেট সতর্কতা সাইরেন বাজানো হয়।

তাছাড়া মধ্য ইসরায়েলের তেল আবিবের উত্তর-পূর্বে আরেক শহর তিরায় একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইজবুল্লাহর ছোড়া রকেটের আঘাতে অন্তত ১১ জন আহত হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনা রেডিও জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার মেজর জেনারেল ওরি গর্ডিন লেবাননে আহত হয়েছেন।  
 
সেনা রেডিওর খবরে জানানো হয়, টহল দেওয়ার সময় গাড়ি উল্টে তিনি আহত হয়েছেন, তবে গাড়িটি কীভাবে উল্টে গেল তা বলা হয়নি। কমান্ডারকে তার আঘাতের জন্য হাসপাতালে চিকিত্সা করা হয়েছিল পরে ছেড়ে দেওয়া হয়।

ইসরায়েলি মিডিয়া রিপোর্ট বলছে অক্টোবর মাসে দক্ষিণ লেবাননে এবং ইসরায়েলের উত্তর সীমান্তে লড়াইয়ে ৩৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে যেখানে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের স্থল অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলছে।

ইসরায়েলি মিডিয়া বলেছে, দক্ষিণ লেবাননের রুক্ষ ভূখণ্ড এবং হিজবুল্লাহর আক্রমণের হুমকির কারণে রাতে ভ্রমণ করে ইসরায়েলি সেনারা যার ফলে ইসরায়েলি বাহিনীর মধ্যে ‘অসংখ্য অপারেশনাল সড়ক দুর্ঘটনা’ ঘটেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft