মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

সংবিধানে সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব, বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার    বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ আপসের নেত্রীর খেতাব দিয়েছে, কিন্তু কেন    ক্ষোভ-বিক্ষোভে বাড়ছে নৈরাজ্য-আতঙ্ক : জনজীবন বিপর্যস্ত    বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২   
বকশীগঞ্জে চিকিৎসকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী চিকিৎসকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  করেছে চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  দুপুরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চিকিৎসক, নার্স ও স্টাফরা এই কর্মসূচি পালন করে। দুপুরে হাসপাতাল গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল গিয়ে শেষ করে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আজিজুল হক ও বিএসসি মেডিক্যাল ট্যাকনোলজিস্ট ল্যাবের সাইফুল ইসলাম। 

এসময় বক্তরা বলেন, সাবেক পৌর কাউন্সিলর জহুরুল ইসলামের নেতৃত্বে চিকিৎসকের উপর হামলা হয়। হামলার ঘটনায়  মুল অভিযুক্ত ও  হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা ।

তারা আরো বলেন, দ্রুত গ্রেপ্তার না করে হলে রাজপথে নামবেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

উল্লেখ্য যে, গত ২৮ অক্টোবর সন্ধ্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসরত রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে  নারী চিকিৎসকের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। 

এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ৮ জনকে নামীয় ও অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft